বাংলাদেশ ফুটবলের একাডেমি কোচ মোরনহো
Comments are closedবাংলাদেশ ফুটবলের একাডেমি কোচ হিসেবে ছয় মাসের জন্য নিয়োগ পেলেন সাবেক স্প্যানিশ ফুটবলার গঞ্জালো সানচেজ মোরনহো। দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের নির্বার্হী কমিটির বৈঠকে এ কথা জানানো হয়। নতুন এই কোচের মাসিক বেতন ধরা হয়েছে আড়াই হাজার ডলার।