বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড
Comments are closedশেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ৩০ সেপ্টেম্বরই ঢাকায় আসার কথা ইংলিশদের। ইএসপিএন-ক্রিকইনফো জানায়, স্থানীয় সময় বৃহষ্পতিবার রাতে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগান, ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস, ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক সভায় বসেন। সেখানে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পরে, বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করে ইসিবি। সফরে, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দুই দল। আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর, ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।