বাগমারায় বন্দুকযুদ্ধে জেএমবির সদস্য নিহত
Comments are closedরাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জেএমবির এক সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশ। ভোরে উপজেলার ঝিকরা ইউনিয়নের জোড়াপুকুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, স্থানটিতে টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এসময় পাল্টা গুলি ছুড়লে, গুলিবিব্ধ হয় জেএমবির ওই সদস্য। পরে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে, সারা দেশে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে লালমনিরহাট থেকে ২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।