বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩
Comments are closedরাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ওরফে গামা সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতরাতে বাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ঢাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসু মোল্লা ও উত্তর বাড্ডার হাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক ফিরোজ আহমেদ ওরফে মানিক। এ সময় গুলিবিদ্ধ হন স্বেচ্ছাসেবক লীগের নেতা গামাসহ দু’জন। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক হঠাৎ দৌঁড়ে এসে হতাহতদের লক্ষ্য করে গুলি করেন। এরপর হামলাকারীরা আরও কয়েকটি ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।