বাড্ডায় বস্তিতে আগুন: ত্রাণ নিয়ে প্রশাসনের সমন্বয়হীনতা
Comments are closedরাজধানীর মধ্যবাড্ডার বস্তিতে গত সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটে নি। কিন্তু সবকিছু আগুনে পুড়ে যাওয়ায় পথে বসেন ওই বস্তির কয়েকশ’ পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানান, ক্ষতিগ্রস্ত সাড়ে চারশ’ পরিবারের প্রতিটিকে ২০ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। তবে সরেজমিনে দেখা যায়,যারা ত্রাণ দিচ্ছেন তাদের কাছে ৩৭০টি পরিবারের তালিকা রয়েছে এবং প্রতি পরিবারকে তারা ১৫ কেজি চাল ও দুই হাজার করে টাকা অনুদান দিচ্ছেন। ত্রাণ বিতরণ নিয়ে দু’পক্ষের মধ্যে প্রায় ৩২ লাখ টাকার তফাৎ দেখা যায়। যদিও জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম খন্দকার জানান, জেলা প্রশাসক ভুল তথ্য দিয়েছেন। যদিও সংবাদ মাধ্যমে ভুল তথ্য দেবার কারনে পরে ক্ষমা প্রার্থণা করেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।