বার কাউন্সিলের নির্বাচনে জয়ী আওয়ামী লীগ সমর্থিতরা
Comments are closedআইনজীবিদের সনদ দানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে জয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। তারা বারের ১৪টি পদের মধ্যে ১০টিতে বিজয়ী হয়েছে। আর মূল প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পেয়েছে বাকী ৪টি পদ। ফলাফল নিয়ে এক প্রতিক্রিয়ায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক বাসেত মজুমদার জানান, আগামী দিনের বার কাউন্সিল আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবে। এদিকে, ভোটের ফলাফল নিয়ে অভিযোগ করেছে জাতীয়তবাদী আইনজীবী ঐক্য পরিষদ। তাদের আহবায়ক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকারী দলের আইনজীবীরা সাধারণ আইনজীবীদের প্রভাবিত করে ভোট নিয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনসহ দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।