বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু,কাউন্টারে দীর্ঘ লাইন
Comments are closedঈদ-উল-আজহা উপলক্ষ্যে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলীর বাস কাউন্টারগুলোতে টিকেট প্রত্যাশীদের ছিল উপচে পরা ভিড়। আজ পাওয়া যাচ্ছে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বরের টিকেট। তবে বাড়তি ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া যায়নি। কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত পুরনো ভাড়া তালিকা টাঙানো আছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকেট পাওয়ায় স্বস্থির কথা জানিয়েছেন তারা। তবে, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা- বিআরটিসির বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর। ওই দিন থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে।