বিআরটিসি’র আগাম টিকেট নিতে চাপ নেই
Comments are closedঈদকে সামনে রেখে বিআরটিসি বাসের আগাম টিকেট বিক্রি শুরু হলেও বাস ডিপোগুলোতে টিকেট প্রত্যাশীদের তেমন চাপ ছিল না। বিআরটিসির কমলাপুর, কল্যাণপুর, জোয়ারসাহারা ও নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে টিকেট সংগ্রহ করা যাচ্ছে। ঈদের স্পেশাল বাস সার্ভিস ১৪ই জুলাই থেকে শুরু হয়ে চলবে ২০শে জুলাই পর্যন্ত। এছাড়া ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী সাধারনের চলাচলের সুবিধার্থে মোট ৫৫টি বিআরটিসির বাস স্ট্যান্ডবাই থাকবে। এদিকে, রেলের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে আজ ১৪ ই জুলাইয়ের টিকেট বিক্রি হয়। ভিড় থাকলেও সুষ্ঠুভাবেই টিকেট সংগ্রহ করা গেছে বলে জানিয়েছেন টিকেট প্রত্যাশীরা। বড় কোন অনিয়মের অভিযোগ করেননি তারা।