বিআরটিসি আইন ২০১৫’র চূড়ান্ত অনুমোদন
Comments are closedমোটরযান ও সড়ক পরিবহন ব্যবস্থাকে পরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও টেকসই করতে আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৫ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে বৈঠকে পটুয়াখালীর পায়রা বন্দর প্রকল্পের ভূমি অধিগ্রহণ আইন এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এদিকে, অধিকতর পরিমার্জনের প্রয়োজনে জাতীয় গুনগত মান নীতিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।