বিএনপির অবস্থা মুসলিম লিগের মত হবে: ত্রাণমন্ত্রী
Comments are closedভবিষ্যতে বিএনপির অবস্থা মুসলিম লীগের মত হবে বলে মন্তব্য করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লিগের বর্ধিত সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেন, দেরীতে হলেও তার শুভ বুদ্ধির উদয় হয়েছে। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের রেহাই পাওয়ার কোন সুযোগ নেই। জঙ্গি নেতা মুফতি হান্নানের সাক্ষ্যতেই তার নাম উঠে এসেছে।