বিএনপি নাশকতার দায় এড়াতে পারে না: প্রধান বিচারপতি
Comments are closedহরতাল-অবরোধে নাশকতার দায় বিএনপি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানিতে এ মন্তব্য করেন তিনি। ফখরুলের বিরুদ্ধে নাশকতার তিন মামলায় জামিন বহাল থাকবে কি না সে বিষয়ে শুনানি শেষে ৫ই জুলাই আদেশের দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে গত ২১শে জুন এসব মামলায় ফখরুলকে জামিন দেয় হাইকোর্ট।