বিকেলে চট্টগ্রামে প্রতিবাদী সমাবেশ
Comments are closedচট্টগ্রামে নগরীর চেরাগি চত্বরে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশের ডাক দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড.অনুপম সেন, শহীদ জায়া বেগম মুশতারি শফি, অর্থনীতিবিদ ড.মইনুল ইসলাম, কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং শিক্ষাবিদ অধ্যাপক রণজিৎ দে। একের পর এক বিজ্ঞানমনস্ক লেখক, ব্লগার, সংস্কৃতিকর্মী, যাজক হত্যা এবং প্যারিস ও বামাকোতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিকেল ৩টায় এ কর্মসূচীর ডাক দিয়েছে চট্টগ্রামের এই বরেন্যরা।