বিডিআর বিদ্রোহের বিচার সুষ্ঠু হয়েছে: বিজিবি মহাপরিচালক
Comments are closedবিডিআর বিদ্রোহের বিচারকার্যের সাথে জড়িত সংস্থাগুলো স্বচ্ছভাবেই কাজ করছে, তাই এ বিচার সুষ্ঠু হয়েছে বলে মনে করেন বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।বিচারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বিজিবির এই ডিজি বিডিআর বিদ্রোহের নেপথ্যে কেউ নেই বলেও মত প্রকাশ করেন। সকালে বনানীর সামরিক কবরস্থানে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় নিহত বিডিয়ার সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে নিহত বিডিআর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিবগণ। এছাড়া ৩ বাহিনীর প্রধানরা এবং নিহতদের স্বজনরাও শ্রদ্ধা নিবেদন করেন নিহত বিডিআর সদস্যদের প্রতি।