বিডিআর হত্যা মামলায় খালাস চেয়ে করা আসামিদের আপিল শুনানি শুরু হবে আজ
Comments are closedবিডিআর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ জনের ফাঁসির দণ্ড বহাল চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আর খালাস চেয়ে করা আসামিদের আপিল শুনানি শুরু হবে আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জনকে মৃত্যুদণ্ডসহ পাঁচ শতাধিক ব্যক্তিকে সাজা দেন আদালত।