বিদেশী নাগরিক হত্যার জড়িতদের বিচার হবে:স্বারাষ্ট্রমন্ত্রী
Comments are closedদুই নাগরিক হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ব্যাপারে সুষ্টু তদন্তের কাজ চলছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি বলেন, কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। এসময় তিনি নিবির্ঘ্ন দুর্গোৎসবের জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে দুই বিদেশী নাগরিক হত্যাকান্ডের তদন্তে সকলের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত সভায় তিনি এ সহযোগিতা চান। এসময় খুব দ্রুতই এ হত্যাকান্ড রহস্যের সমাপ্তি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।