বিদ্যুতের সমস্যা সমাধানে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
Comments are closedদেশে ভবিষ্যতে যেন বিদ্যুতের সমস্যা না হয় সে লক্ষে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধনকালে একথা বলেন তিনি। এসময় তিনি মোট ৪৭৬ মেগাওয়াট উৎপাদনক্ষম ৩টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন। এগুলো হলো আশুগঞ্জ ৫১ মেগাওয়াট গ্যাসভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র,আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডুলার পাওয়ার প্লান্ট এবং আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট। এছাড়া, চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিবহনে ডেমু ট্রেন চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।