‘বিধ্বস্ত বিমানটির কেউ বেঁচে নেই’
Comments are closedমিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত রুশ বিমানটির যাত্রীদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তরা দাবি করেছেন, এখন পর্যন্ত পাঁচ শিশুসহ ১৫০ জনের মরদেহ এবং বিমানটির ব্লাকবক্সও উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। এছাড়া, এ দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এদিকে, রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে আইএস নয়,বরং কারিগরি ত্রুটির কারণেই ঘটেছে বলে জানিয়েছেন মিসরীয় প্রধানমন্ত্রী শরীফ ইসমাইল। তিনি বলেন, বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন এয়ারবাসটিকে ভূপাতিত করা হয়নি। কারিগরি ক্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।