বিপিএল’এ আগের পা্ওনা পরিশোধ করেই তৃতীয় আসর শুরু
Comments are closedবিপিএল’র গত আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেই তৃতীয় আসর শুরু হবে। আর এবারের আসরে সবচেয়ে বেশী লক্ষ রাখা হবে যেন কোন দুর্নীতি না হয়। এমনটাই জানালেন, বিপিএল’র তৃতীয় আসরের গর্ভনিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।