বিপিএলের তৃতীয় আসরের ঢাকা পর্বের প্রথম ধাপ শেষ
Comments are closedঢাকা ডায়নামাইটসের জয়ের মধ্য দিয়ে গতরাতে শেষ হলো বিপিএলের তৃতীয় আসরের ঢাকা পর্বের প্রথম ধাপ। প্রথম ধাপে ম্যাচ হয়েছে ১২টি। দ্বিতীয় ধাপের খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী ৩০ নভেম্বর থেকে ০৩ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ।এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল সহ টুর্নামেন্টের বাকি ১৬টি ম্যাচ।এদিকে প্রথম পর্ব শেষে চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।