বিপিএল এ আজও রয়েছে দুটি খেলা
Comments are closedবিপিএল এ আজও রয়েছে দুটি ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বরিশাল বুলস। অপর ম্যাচে, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস।দুটি খেলাই সরাসরি দেখাবে চ্যানেল নাইন। এর আগে,বিপিএলে গতকাল ঢাকা ডায়নামাইটসকে ১০ রানে হারিয়ে আসরে চতুর্থ জয় পেয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন কুমিল্লার আসহার জাহিদি। অন্যদিকে মুশফিকের সিলেট সুপার স্টারসকে ১০ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় তামিমের চিটাগাং ভাইকিংস। চট্টগ্রামের পক্ষে ৪৬ বলে ৭২ রান করে ম্যান অব দ্যা ম্যান হন তিলকারত্নে দিলশান।