বিপিএল-এ দুপুরে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইর্ডাস এবং সন্ধ্যায় মুখোমুখি সিলেট সুপারস্টার্স ও ঢাকা ডায়ানামাইটস।
Comments are closedবিপিএল এ আজও রয়েছে দু’টি খেলা।দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইর্ডাসের ।আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে সাতটায় সিলেট সুপারস্টার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডায়ানামাইটস। সবগুলো খেলা সরাসরি দেখাবে চ্যানেল নাইন। এর আগে গতকাল মুশফিকের সিলেট সুপার স্টারসকে ৬ রানে হারিয়েছে সাকিবের রংপুর রাইডার্স। ৪ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল রংপুর। অন্য দিকে ৩ ম্যাচের ৩ টিতেই হারলো সিলেট। ৩৩ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান। একই মাঠে অন্য ম্যাচে সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসের কাছে ৬ উইকেটে হেরেছে তামিমের চিটাগং ভাইকিংস। সর্বোচ্চ ৪৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ঢাকার সাদমান ইসলাম।