বিপিএল খেলতে আসছে ক্যারিবীয় তারকা গেইল
Comments are closedবিপিএলে গতকাল রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে বরিশাল বুলস। ম্যান অব দ্য ম্যাচ হন বরিশালের আল আমিন হোসেন। দিনের অপর ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আজ বিকেলে ঢাকায় আসছেন ক্রিস গেইল। বরিশাল বুলসের পক্ষে মাঠ মাতাবেন এই ক্যারিবীয় তারকা। বিকেল ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ক্রিস গেইলের। বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। বরিশাল বুলসের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে বিপিএলের গত আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরের হয়ে খেলেছিলেন গেইল।