বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে দীপাবলী
Comments are closedবিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব দীপাবলী। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঐতিহাসিক বরদেশ্বরী কালীমাতা মন্দিরে আজ ও আগামীকাল শ্যামাপূজা ও দীপাবলী উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় গঙ্গাসাগর দিঘিরপাড়ে সহস্রাধিক প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। উড়ানো হবে ফানুস। রয়েছে আতশবাজির প্রদর্শনী, ভক্তিমূলক গান, পুস্পাঞ্জলি প্রদান, পাঠা বলিদান, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।