বিমানবন্দরে সাড়ে ৫শ কচ্ছপ জব্দ
Comments are closedহযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পাচারের সময় ৫শ ৫৭টি কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সকালে বিমানবন্দরের ৩ নম্বর বহির্গমন গেইট এলাকায় লাগেজ স্কান করার সময় ৫টি ব্যাগ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশি টাকায় আটক কচ্ছপগুলোর মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।