বিরোধীদলগুলো রাজনীতিতে যথেষ্ট সুযোগ পাচ্ছে: প্রধানমন্ত্রী
Comments are closedজঙ্গি ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি বহাল রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, সংকট মোকাবেলায় জনগণই আওয়ামী লীগ সরকারের প্রধান শক্তি। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। বলেন, উন্নয়নের রাজনীতিতে আগ্রহ নেই বিএনপির। তবে, দেশের বিরোধীদলগুলো রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট সুযোগ পাচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সরকার দরীদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করায়, দেশের পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে বলেও জানান শেখ হাসিনা।
জাতিসংঘ ৭১ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রয়েছেন। আগামী শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।