বিরোধীদের ব্যবসা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে সরকার: বিএনপি
Comments are closedসরকার বিরোধীদলের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, সরকার এতোদিন বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ঘায়েল করেছে। এখন বিরোধীদলের নেতাকর্মীদের ব্যবসা করার পরিবেশ নষ্ট করছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ঢাকা ব্যাঙ্কের পরিচালকের পদ থেকে মির্জা আব্বাসকে অপসারণ করা হয়েছে বলেও জানান রিপন।