বিলুপ্ত ছিটমহল দহগ্রামে আজ থেকে চালু থ্রি-জি সেবা
Comments are closedবিলুপ্ত ছিটমহল দহগ্রামে আজ থেকে চালু হচ্ছে থ্রি-জি সেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দহগ্রাম আঙ্গরপোতায় থ্রি-জি নেটওয়ার্কের উদ্বোধন করবেন। আর, দহগ্রাম স্কুল মাঠে থেকে উদ্বোধন কার্যক্রমে অংশ নেবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, প্রায় ৫০ হাজার অধিবাসী এই সেবার আওতায় আসবে। আর প্রথমবারের মতো সেখানে এই কার্যক্রম চালু করছে শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন।