বিশিষ্টজনদের হত্যার হুমকি: এক জামায়াত কর্মী গ্রেফতার
Comments are closedঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান,ড. জাফর ইকবাল ও মুনতাসীর মামুনসহ বিশিষ্টজনদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতার ওই জামায়াত কর্মী আইএস ও আনসারুল্লাহ বাংলাটিম নামের ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে বিশিষ্টজনদের হুমকি দিতো। এদিকে, জিহাদি জন নাম ব্যবহার করে ইন্টারনেটে আইএস এর নামে প্রচার চালানোর অভিযোগে রাজধানীর বাড্ডা থেকে নাহিদ হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।