বিশ্বকবি’র ৭৪তম মহাপ্রয়াণ দিসব
Comments are closedআজ ২২ শে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ৭৪তম মহাপ্রয়াণ দিবস। ১৯৪১ সালের এই দিনে কোলকাতার জোড়াসাঁকোর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই মহা নক্ষত্র। সাহিত্যের এমন কোন ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্র নাথের স্বর্ণ হাতের স্পর্শ পড়েনি। কবিগুরুর প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থে সংখ্যা ৫২টি। দুই হাজারেরও বেশি গান লিখে সৃষ্টি করেছেন বাংলা গানের যুগান্তকারী ধারা। এছাড়া উপন্যাস, ছোটগল্প,প্রবন্ধ ও নাটক রচনা করে বিশ্বসাহিত্যে তুলে ধরেছেন বাংলার শ্রেষ্ঠত্ব। ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরষ্কার পান তিনি।