বিশ্ববাজারে আবারও কমছে জ্বালানি তেলের দাম
Comments are closedবিশ্ববাজারে আবারও কমছে জ্বালানি তেলের দাম। তেল উত্তোলনকারী দেশগুলোর সংগঠন ওপেক বলছে, মধ্যপ্রাচ্যের অপর দেশ ইরান তাদের উত্তোলন কমিয়ে আনার ঘোষণা দিলেও বাস্তবে দেশটি কথা রাখেনি। ফলে বিশ্ববাজারে তেলের দাম শতকরা প্রায় ৩ ভাগ কমেছে। ওপেক আরও অভিযোগ করে, গত ফ্রেব্রুয়ারিতে ইরান প্রতিদিন ৩ দশমিক ১ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা গত মাসের চেয়ে দিন প্রতি ১ লাখ ৮৭ হাজার বেশী। চলতি সপ্তাহে তেলের দাম ৪০ ডলারের উপরে বিক্রি হলেও বর্তমানে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৩৯ ডলারের নিচে।