বিস্ময় প্রতিভা মুস্তাফিজ
Comments are closedজাতীয় দলে তার আগমনটা যেন ধুমকেতুর মত। তবে ধুমকেতুর মত হারিয়ে যাননি তিনি। বরং ওয়ানডে, টি টোয়েন্টি ও টেস্ট, ক্রিকেটের এই ৩ ফরম্যাটেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ। ওয়ানডেতে ভারতের বিপক্ষে অভিষেকে দুই ম্যাচে রেকর্ড উইকেট শিকার ও সাউথ আফ্রিকার বিপক্ষে টেষ্ট অভিষেকেই অসাধারণ নৈপুন্য প্রদর্শন করে ম্যাচ সেরার পুরষ্কারও পেয়েছেন মুস্তাফিজ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার শুরু ২০১৪ সালে খুলনা বিভাগের হয়ে। জাতীয় লিগে ২০১৪-১৫ মৌসুমে ২৬ উইকেটের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৮ উইকেট শিকার করে নজর কারেন নির্বাচকদের। মুস্তাফিজকে নিয়ে প্রত্যাশার পারদ এখন তুঙ্গে। তবে সে যেন ইনজুরি মুক্ত থাকে সেজন্য বিসিবি এবং দলের ফিজিও’র নজর থাকতে হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা।