বুন্দেস লিগায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে শালকে
Comments are closedজার্মান বুন্দেস লিগায় রাত সাড়ে ১১টায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে শালকে। খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস টু। আর ইতালিয়ান সিরি আ তে রাত পৌনে দুইটায় জুভেন্টাস খেলবে এসি মিলানের সঙ্গে।দেখাবে সনি সিক্স।