বৃষ্টিতে সবজির বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা
Comments are closedঈদের পর প্রথম শুক্রবার। তার ওপর দিনভর থেমে থেমে বৃষ্টি। তাই বাজারে ক্রেতা সমাগম ছিল কম। তবে বাজারে মৌসুমী সবজির সরবারহ খুব একটা কম ছিল না। দাম বেড়েছে টমেটো,পটল ও করলার দাম। মসুর ডালের দাম মান ভেদে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। অন্যান্য পণ্যের মধ্যে চাল ও তেলের দাম স্থিতিশীল রয়েছে। মাংসের মধ্যে গরু ৩৮০ থেকে ৪০০ টাকা এবং ব্রয়লার মুরগী প্রতি কেজি দেড়শ’ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বর্ষায় মাছের সরবারহ প্রচুর। বাজারে পাওয়া যাচ্ছে নানা পদের মাছ। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পাওয়া গেছে ভিন্ন প্রতিক্রিয়া। টানা বৃষ্টির কারণে বাজারে জিনিসের দাম কিছুটা বাড়তি বলে দাবি করেছেন বিক্রেতারা।