বৃহত্তর ময়মনসিংহের সাত এলাকায় ছয়দিন পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ
Comments are closedবৃহত্তর ময়মনসিংহের সাত এলাকায় আজ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড-জিটিসিএল। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুগঞ্জ থেকে এলেঙ্গা পর্যন্ত গ্যাসের সঞ্চালন লাইনে পিগিংয়ের কারণে গ্রাহকদের এ সাময়িক বিড়ম্বনা। এ কার্যক্রম চলাকালে এলেঙ্গা, টাঙ্গাইল, মির্জাপুর ও চন্দ্রা এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জিটিসিএল। পিগিং শেষ হলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে জানায় জিটিসিএল।