বৃহস্পতিবার দেশে আনা হচ্ছে কামরুলকে
Comments are closedসিলেটে শিশু রাজন হত্যায় প্রধান আসামি কামরুল ইসলামকে বৃহস্পতিবার সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়, কামরুলকে আদালতের মুখোমুখি করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর এবং সৌদি আরবে বাংলাদেশ মিশন একযোগে কাজ করছে। গত সোমবার বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা তাকে দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব যান। গত ৮ জুলাই সিলেটের শেখপাড়ায় চুরির অপবাদ দিয়ে রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়।