বৃহস্পতিবার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক
Comments are closedআগামীকাল ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। একজন গ্রাহক সর্বোচ্চ ৩ হাজার ৭শ টাকা নিতে পারবেন। সরকারি-বেসরকারি বিভিন্ন তফসিলি ব্যাংকের ২০ শাখা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের চারটি বুথ থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে। একাধিকবার টাকা নেয়া বন্ধে এবার আঙুলের ছাপ ব্যবহার পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে, ঈদের ছুটিতে সার্বক্ষণিক ব্যাংকের এটিএম বুথ চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশ দেয়া হয়েছে।