বেল মন্দিরটি ধ্বংসের স্যাটেলাইট চিত্র প্রকাশ
Comments are closedসিরিয়ার প্রাচীন নগরী পালমিরার বেল মন্দিরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংগঠনটির প্রকাশিত এক স্যাটেলাইট চিত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া, এক বিবৃতিতে জাতিসংঘ আরও জানিয়েছে, ভবন সংলগ্ন পাথরের স্তম্ভের সারিও বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে আইএস জঙ্গিরা। গত মে মাস থেকে তাদের নিয়ন্ত্রণে থাকা পালমিরায় এর আগে দুই হাজার বছরের পুরনো আরও একটি মন্দির ধ্বংস করে আইএস।