বেসরকারি জালিয়াতির মামলার তদন্তভার দুদকের বদলে পাচ্ছে পুলিশ
Comments are closedব্যক্তি পর্যায়ে প্রতারণা, আত্মসাৎ ও জালিয়াতির মামলা এখন থেকে দুর্নীতি দমন কমিশন দুদদকে তদন্ত করতে হবে না। এ সংক্রান্ত মামলাগুলো যাবে পুলিশের কাছে। এমন বিধান রেখে দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন-২০১৫ খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। পরে ব্রিফিং-এ বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া। বৈঠকের শুরুতেই এক মিনিট নিরবতা পালন করে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্যরা। এছাড়াও বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এর ফলে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের সুযোগ আরও বৃদ্ধি পাবে।