বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার অঙ্গীকার বিশ্ব নেতাদের
Comments are closedঅবশেষে প্যারিস জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার অঙ্গীকার করেছেন বিশ্ব নেতারা। এর আগে, খসড়াটি অনুমোদনের জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়। সেখানে চূড়ান্ত চুক্তিতে সই করে বিভিন্ন দেশ। ২০২০ সালে চুক্তিটি কার্যকর হবে। প্রতি পাঁচ বছর অন্তর এটি পর্যালোচনা করা হবে। এদিকে, এ চুক্তির পরও ফরাসী পরিবেশবাদীরা বৈশ্বিক উষ্ণতা,দেড় ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনার দাবি অব্যাহত রাখে।