বৈসাবিতে ২ দিন ছুটি, মন্ত্রীসভায় অনুমোদন
Comments are closedবৈসাবি উৎসবের জন্য ২৯ চৈত্র ও ২ বৈশাখ দুই দিনের ঐচ্ছিক ছুটি রেখে ২০১৬ সালের সরকারি ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে নতুন মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম জানান, আগামী বছরে মোট ছুটি থাকছে ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি রয়েছে বলে জানান তিনি।