ব্যাংক ঋণের সুদের হার ০.৫ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত
Comments are closedআপাতত ব্যাংক ঋণের সুদের হার শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক- ফেডারেল রিজার্ভ। এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান জেনেট ইয়েলেন এ তথ্য জানান। এ সময় দেশটির শ্রমবাজার শক্তিশালী হলেও বিশ্ব অর্থনীতির ধীরগতির প্রভাব মার্কিন অর্থনীতিতে পরতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সবশেষ গত বছরের ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পর চলতি বছরেই চার দফায় সুদের হার বাড়ানোর কথা জানিয়েছিল ফেড। কিন্তু মার্কিন অর্থনীতির গতি বিবেচনায় এবারে চলতি বছরে সুদের হার দু’দফায় বাড়ানো হতে পারে বলে আভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।