ব্রাসেলসে বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে আইএস
Comments are closedবেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও একটি মেট্রো রেল স্টেশনে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস । এ ঘটনায় সন্দেহভাজন তিন জনের ছবি প্রকাশ করেছে বেলজিয়াম ফেডারেল পুলিশ। তিনজনের মধ্যে জীবিত এক হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রতিটি বড় শহরে চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি। ব্রাসেলস হামলার পর ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সতর্কতা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে হামলায় হতাহতদের জন্য ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বেলজিয়াম। বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে দেশটির নাগরিকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বিশ্বনেতারা।