ব্রিকস সম্মেলনে নরেন্দ্র মোদি
Comments are closedপাঁচ দেশ নিয়ে গঠিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে ফাঁকে তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট নওয়াজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শুক্রবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গেও বৈঠক করবেন মোদি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস সম্মেলনের মধ্য দিয়েই আত্মপ্রকাশ ঘটবে নতুন একটি উন্নয়ন ব্যাংকের। যার রিজার্ভ ধরা হয়েছে ১০০ বিলিয়ন ডলার।