ব্লাটার-প্লাতিনি’র শাস্তি কমানোর ঘোষণা দিল ফিফা
Comments are closedব্লাটার ও প্লাতিনি’র শাস্তি দু’বছর করে কমানোর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফার এ্যাথিকস কমিটি। ফিফার আপিল কমিটির সিদ্ধান্তে এমনটি নিশ্চিত করা হয়।এর আগে ফুটবলের সব ধরনের কর্মকান্ড থেকে নির্বাসিত করা হয়েছিল বিশ্ব ফুটবলের এই দুই বড় কর্তাকে । ব্লাটার ও প্লাতিনির নির্বাসন ৮ বছর থেকে কমে হল ৬ বছর। ফিফার এমন রায়ে অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন ফিফার সাবেক সভাপতি সুইস নাগরিক ব্লাটার। তিনি আবারও আপিল করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন । অন্যদিকে এ সিদ্ধান্ত নিয়ে এখনও কোন মন্তব্য করেননি উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি।