বড় বড় বিপনী বিতানগুলো ফাঁকা
Comments are closedঈদের ঠিক আগের দিন রাজধানীর বড় বড় বিপনী বিতানগুলো ছিল একদমই ফাঁকা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে সুপারশপগুলোতে। বিভিন্ন সুপারশপে নগরবাসী ছুটছেন মসলা, সেমাই, সুজি, পোলাওয়ের চালসহ, গরু, খাসি, মুরগীর মাংস কিনতে।