বয়সভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থানে বিকেএসপি
Comments are closedবয়সভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ৭১টি স্বর্ণ,৬২টি রূপা ও ৩৬টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। আর ৩১টি স্বর্ণ, ২৫টি রূপা ও ১৫টি ব্রোঞ্জ জিতে ২য় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ আনসার। অন্যদিকে, ৩য় স্থান অধিকার যশোর সুইমিং ক্লাব জিতেছে ১টি স্বর্ণ, ১টি রূপা এবং ৮টি ব্রোঞ্জ।