ভারতের আকাশে ফ্লাইং সসার
Comments are closedভারতের আকাশে এবার ফ্লাইং সসার দেখার খবর মিলেছে। কানপুর শহরের শ্যামনগর এলাকায় অভিজিৎ গুপ্ত’র শখ প্রকৃতির ছবি তোলা। এমনই একদিন আকাশের ছবি তুলতে গিয়ে চাকতির মতো দেখতে অদ্ভুত কিছু একটা ধরা পড়ে তার স্মার্ট ফোনের ক্যামেরায়। পরে সেই ছবি দেখে, ধারণা করা হচ্ছে সেটি আন আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট-ইউএফও , যা ফ্লাইং সসার নামেই বেশি পরিচিত। যা নিয়ে হৈচৈ শুরু হয়েছে দেশটির গণমাধ্যমগুলোতে।