ভারতের ৬৯ তম স্বাধীনতা দিবস উদযাপন
Comments are closedনানা আয়োজনের মধ্য দিয়ে ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ভারত। ২০০ বছরের ব্রিটিশ পরাধীনতা থেকে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট স্বাধীনতা পায় পাকিস্তান। আর পরদিন অর্থাৎ ১৫ই আগস্ট স্বাধীন হয় ভারত। এ উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতে সকাল থেকে শুরু হয় নানা আয়োজন। দিল্লিতে লালকেল্লার সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে মোদী আহবান জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার। জাতীয় পতাকা উত্তোলন ও শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী,তার ছেলে রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ দলীয় নেতা কর্মীরা। ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফসহ দেশ-বিদেশের রাষ্ট্র প্রধানেরা।