ভারি স্কুল ব্যাগের ভোগান্তি কমাতে আদালতের রুল
Comments are closedশিশুদের ওজন যা হবে তার ১০ শতাংশের বেশি হবে না স্কুলব্যাগের ওজন। এছাড়া প্রি-প্রাইমারির শিশুদের স্কুলব্যাগ বহন না করতে আইন প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। জনস্বার্থে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে আইন সচিব, শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।