ভিয়ারিয়ালের বিপক্ষে লড়বে সেভিয়া
Comments are closedস্প্যানিশ লা লিগায় রাত ৯টায় ভিয়ারিয়ালের বিপক্ষে লড়বে সেভিয়া। অপরম্যাচে,রাত দেড়টায় লিগ টেবিলের তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লাস পালমাস।দুটি খেলাই সরাসরি দেখা যাবে সনি ইএসপিএনের পর্দায়। অন্যদিকে, লা লিগায় গতরাতে নিজেদের মাঠ নু-কাম্পে গেটাফেকে ৬-০ গোলে হারায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। আর এ জয়ের ফলে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল কাতালানরা।